ঢাকার বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পে অকটেনের সংকট দেখা গেছে আজ রবিবার (২৯ জুন)। বেশ কয়েকটা পাম্প ঘুরেও অকটেন পাননি অনেকে। এতে ভোগান্তিতে পড়েন অকটেনচালিত গাড়িচালকরা। এদিকে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম মূল্য বৃদ্ধির কোনও সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
সংস্থাটি জানায়, ১ জুলাই বন্দরে ভিড়তে যাচ্ছে তেলবাহী জাহাজ। দেশে এখন যে জ্বালানি তেল রয়েছে, তাতে অন্তত আরও পাঁচ... বিস্তারিত