মগ্ন হও ভালোবাসায়

১ সপ্তাহে আগে
এই যে নিশ্বাস, এরাও আর নয় আমার অনুগত; তোমার নিশ্বাসে, কেবল তোমার নিশ্বাসে, আমার বসতি হোক স্থায়ী, হোক শাশ্বত! ওগো চাঁদ, তুমি নেমে এসো—মনের জমিনে আমার, তোমার ভেতরে মিশে যাই আমি, হয়ে একাকার! মগ্ন হও ভালোবাসায়। ডুবে ডুবে নেমে এসো। কেটে যাক জীবন ভালোবাসায়, ভালোবেসো!
সম্পূর্ণ পড়ুন