মক্কার ক্লক টাওয়ার জাদুঘর যেভাবে পরিদর্শন করবেন

১ সপ্তাহে আগে
মক্কার অন্যতম আকর্ষণীয় স্থাপনা ক্লক টাওয়ার মিউজিয়াম হাজি ও পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে পরিচিত। ইসলামি ঐতিহ্য, জ্যোতির্বিজ্ঞান এবং মসজিদুল হারামের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের সুযোগ থাকায় এটি এখন ভ্রমণকারীদের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে।

ক্লক টাওয়ার মিউজিয়ামটি অবস্থিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সে, কাবা শরিফের একেবারে পাশে। প্রবেশ করতে হলে জামজম বা ক্লক টাওয়ার প্রবেশদ্বার দিয়ে ঢুকে লেভেল পি৯-এ যেতে হয়। এখানে রয়েছে টিকিট কাউন্টার ও অনলাইন বুকিংয়ের রেজিস্ট্রেশন ডেস্ক। দর্শনার্থীদের সহায়তার জন্য কর্মীরা সব সময় প্রস্তুত থাকেন। মিউজিয়ামের নির্দিষ্ট ফ্লোর ও অবজারভেশন ডেকে পৌঁছে দেন।

 

টিকিটের ধরন ও সুবিধা

 

মিউজিয়ামে প্রবেশের জন্য তিন ধরনের টিকিট চালু রয়েছে। শুধু ব্যালকনি টিকিট, ২০ মিনিটের জন্য প্যানোরামিক ব্যালকনি ভিউ উপভোগ করা যায় এবং দূরবীন বা টেলিস্কোপ ব্যবহারের সুযোগ মেলে।

 

আরও পড়ুন: জান্নাতের আট দরজার পরিচয়


মিউজিয়াম সঙ্গে ব্যালকনি টিকিট, ৪৫ মিনিটের এ টিকিটে পুরো মিউজিয়াম প্রদর্শনী ঘোরা, সীমিত ব্যালকনি সময় এবং ডিজিটাল গাইডের সুবিধা পাওয়া যায়।


ভিআইপি স্পেশাল এন্ট্রি টিকিট, ১২০ মিনিটের জন্য বিশেষ সুবিধা নিয়ে ঘোরা যায়। এর মধ্যে রয়েছে দ্রুত প্রবেশ, প্রাইভেট করিডর ও ভিআইপি লাউঞ্জ, ব্যক্তিগত গাইড এবং ২০ মিনিটের জন্য কাবা শরিফের সরাসরি দৃশ্য উপভোগ।

 

ক্লক টাওয়ার মিউজিয়াম টিকিট মূল্য (বাংলাদেশি টাকায়)

 

১. শুধু ব্যালকনি টিকিট প্রায় ৪২ মার্কিন ডলার ১৫০ সৌদি রিয়াল, বাংলাদেশি টাকায় ৪,৮০০ টাকা।

 

২. মিউজিয়াম + ব্যালকনি টিকিট, প্রায় ৫৬ মার্কিন ডলার ২১০ সৌদি রিয়াল, বাংলাদেশি টাকায় ৬,৭০০ টাকা

 

৩. ভিআইপি স্পেশাল এন্ট্রি টিকিট, প্রায় ৩০০ সৌদি রিয়াল, বাংলাদেশি টাকায় ৯,৬০০ টাকা।

 

খোলার সময়সূচি

 

শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মিউজিয়াম খোলা থাকে। শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন। ব্যালকনি প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।

 

ক্লক টাওয়ার মিউজিয়ামে ভ্রমণ কেবল ইতিহাস ও জ্ঞান অর্জনের সুযোগ নয়, বরং এটি হাজি ও ভ্রমণকারীদের জন্য এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। ব্যালকনির সংক্ষিপ্ত ভ্রমণ হোক বা ভিআইপি টিকিটের পূর্ণ সুবিধা, মিউজিয়াম সফর নিঃসন্দেহে মক্কা বা বায়তুল্লাহ যাওয়ার কথা স্মরণীয় হয়ে থাকে। কাবাসহ অনেক অনেক দূর ক্লক টাওয়ার থেকে দেখা যায়। উপভোগ করা যায় আল্লাহর ঘরের হৃদয়কাড়া দৃশ্য। সূত্র: ইসলামিক ইনফরমেশন

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন