ভয়াবহ সংঘর্ষের পর বিমানের ধ্বংসাবশেষ সরাতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া

৪ সপ্তাহ আগে
গত সপ্তাহান্তে ভয়াবহভাবে বিমান ভেঙে পড়ায় ১৭৯ জন যাত্রী ও বিমান কর্মী নিহত হয়েছেন; রানওয়ে থেকে সেই ধ্বংসপ্রাপ্ত জেজু এয়ার ফ্লাইট ২২১৬-এর লেজের অংশ ক্রেন দিয়ে তোলা হচ্ছে। শুক্রবার, ৩ জানুয়ারি। দক্ষিণ কোরিয়ার তদন্তকারীরা শুক্রবার বলেছেন, ধ্বংসাবশেষ পরিষ্কার শুরু করার সঙ্গে সঙ্গে তারা আরও অনেকের দেহাবশেষ খুঁজে পাওয়ার আশঙ্কা করছেন। ব্যাংকক থেকে মুয়ান যাওয়ার ফ্লাইট  ২২১৬ একটি মে-ডে কল ও জরুরি বেলি-ল্যান্ডিংয়ের পরে রানওয়ের শেষে একটি কংক্রিটের স্থাপনার সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে পড়ে এবং আগুনের বলয়ে পরিণত হয়। (এএফপি)        
সম্পূর্ণ পড়ুন