ভ্যাপসা গরমের পর মধ্যরাতে রাজধানীতে বজ্রসহ বৃষ্টি

৩ সপ্তাহ আগে
ঢাকায় সবশেষ ভারি বৃষ্টি হয়েছে ১৫ জুলাই। বৃষ্টি না হওয়ায় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছিল। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে ঝুম বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টির সঙ্গে ছিল বিকট শব্দে বজ্রপাত, মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। এরপর থেকে ঝিরিঝিরি বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বৃষ্টির মধ্যে অফিসগামী মানুষকে বিপাকে পড়তে হয়েছে।

রাজধানীসহ দেশের সাতটি অঞ্চলে বৃহস্পতিবার সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বুধবার দিবাগত রাত ৩টার পর হঠাৎ করেই আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় স্বস্তির বৃষ্টি। সঙ্গে ছিল ব্যাপক বজ্রপাত। প্রথমে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও, ধীরে ধীরে এর তীব্রতা বাড়ে। এই বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে এবং বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ভ্যাপসা গরমের অনুভূতি দূর হয়েছে।


আরও পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি


বুধবার (২৩ জুলাই) রাত ১১টা ৪০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন