আবহাওয়া অফিস জানিয়েছে, এ বৃষ্টি স্থায়ী ছিল প্রায় ৪৫ মিনিট এবং বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১২ মিলিমিটার।
বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া ও হালকা বজ্রপাত। খুলনার কয়েকটি এলাকায় শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাবে তাপমাত্রা হ্রাস পায়, যার ফলে জনজীবনে ফিরে আসে কিছুটা স্বস্তি। দীর্ঘদিনের গরম ও ভ্যাপসা আবহাওয়ার পরে এমন বৃষ্টি খুলনাবাসীর জন্য যেন প্রকৃতির উপহার বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন: চৈত্রের শেষে রাজধানীতে ঝড়বৃষ্টি
এ প্রসঙ্গে খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, ‘গত কয়েকদিন খুলনা অঞ্চলে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। শনিবারের বৃষ্টি মূলত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা কালবৈশাখী ঘূর্ণি মেঘমালার প্রভাবে সৃষ্টি হয়েছে।’
পথচারী ও ছোট ব্যবসায়ীদের মধ্যে কিছুটা ভোগান্তি দেখা গেলেও, বেশিরভাগ মানুষই বৃষ্টিকে ইতিবাচকভাবেই নিয়েছেন। অনেকেই রাস্তায় ভিজে পড়লেও ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় তাদের মুখে ছিল হাসি।
আরও পড়ুন: রাতে ঢাকাসহ যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন খুলনাসহ আশপাশের জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।