কোস্টগার্ডের কর্মকর্তা স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট সাব্বির আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গত ১০ এপ্রিল কোস্টগার্ড দক্ষিণ জোনে রাখা ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংসের নির্দেশনা দেন।
আরও পড়ুন: রামুতে পুলিশের টেলিকম বিভাগের এক সদস্যসহ আটক ৩, ইয়াবা উদ্ধার
ওই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোলা কোস্ট গার্ড বেইস এ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ২ লাখ ৯৯ হাজার ৯৮০ পিস ইয়াবা ধ্বংস করা হয়।