ভোলায় মেজর হাফিজ, পার্থসহ ১২ প্রার্থী বৈধ, বাতিল ৩

১ সপ্তাহে আগে
ভোলার দুইটি (ভোলা-১ ও ভোলা-৩)আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, সদর আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভোলা-১ আসনে জাতীয় পার্টির মো. আকবর হোসেন ও স্বতন্ত্র রফিজুল হোসেন ও ভোলা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রহমাত উল্লাহ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারী) দিনভর ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এ তথ্য জানান।


ভোলা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মো. আকবর হোসেনের দাখিলকৃত নির্বাচনী হলফনামার সঙ্গে আয়কর বিবরণীর মিল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।  একই  আসনের স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেনের দাখিলকৃত এক শতাংশ ভোটারদের তালিকায় অসঙ্গতি থাকায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়। এছাড়াও ভোলা-৩ (লালমোহন-তজমুদ্দিন) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রহমাত উল্লাহর মনোনয়ন পত্রের সাথে দাখিল করা স্বাক্ষরিত ভোটারদের তথ্য সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে এটাই আমরা আশা করি: মেজর হাফিজ

ভোলা-১ (সদর) আসনে বৈধপ্রার্থীরা হলেন- বিএনপির গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিভ রহমান পার্থ, জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. ওবায়দুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান (জুয়েল)।


ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন অহমদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মুহা. নিজামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোছলেহ উদ্দিন, জাতীয় পার্টির কামাল উদ্দিন ও গণঅধিকার পরিষদের মো. আবু তৈয়ব।


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, ভোলা-১ ও ভোলা-৩ আসনের ১৫জন প্রার্থীর মধ্যে যাচাই বাছাইয়ে দাখিলকৃত তথ্যে অসংগতি থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকী ১২ প্রার্থীর কাগজপত্র সঠিক থাকায় তাদেরকে বৈধ ঘোষণা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন