ভোলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ওয়ার্ড সভাপতির কবজি কর্তন

৩ সপ্তাহ আগে
ভোলার বোরহানউদ্দিনর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান মাস্টারের বাম হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। এসময় দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।

 রোববার (১৫ জুন) দুপুরে দেউলা ইউনিয়নের মজম বাজারে এ ঘটনা ঘটে।


এদিকে গুরুতর আহত আনিসুর রহমানকে তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


স্থানীয়রা জানান, সম্প্রতি বোরহানউদ্দিনের দেউলা ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে। এতে আমির হোসেন বেপারীকে সভাপতি এবং জাবেদ ইকবাল সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়।
কিন্তু কমিটি গঠনের পূর্ব থেকেই সভাপতি-সম্পাদক দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। কমিটি গঠনের পর থেকে দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নিয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির শোডাউন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩

দেউলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সোহেল অভিযোগ করে বলেন, ‘দলের দায়িত্ব পাওয়ার পর থেকে অন্যায় অনিয়মের ব্যাপারে কঠোর হওয়ায় সভাপতিসহ তার লোকজন আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার পর সভাপতি আমির বেপারী ও তার সমর্থকরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। আমাকে বাঁচাতে এগিয়ে এলে আমির বেপারীর ছেলে কুপিয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বাম হাতের কবজি কেটে ফেলে।’ 


সোহেল আরও অভিযোগ করেন প্রতিপক্ষের অতর্কিত হামলায় তিনিসহ তার সঙ্গে থাকা অন্তত ১০ জন আহত হয়েছেন।


বোরহানউদ্দিন থানার ওসি ছিদ্দিকুর রহমান বলেন, ‘মারামারির ঘটনায় একজনের হাতে কোপ দিয়েছে শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ বা জিডি করে নি।’

]]>
সম্পূর্ণ পড়ুন