ভোলায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
ভোলার তেঁতুলিয়া নদীতে নিখোঁজের এক দিন পর আখি মনির (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আখি মনির উপজেলার চর চন্দ্রপ্রসাদ ইউনিয়নের বাসিন্দা বিল্লাল মালের মেয়ে।


বুধবার (১১ জুন) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ৯ জুন সকাল ৮টায় ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বানগাটা এলাকায় হঠাৎ করে নদীতে পড়ে নিখোঁজ হয় আখি।


আরও পড়ুন: জয়পুরহাটে সেপটিক ট্যাংকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, বাবা-সৎমা আটক


স্থানীয় জনগণ এ ঘটনা কোস্ট গার্ডকে জানালে, তারা ওই দিন ঘটনাস্থলে গিয়ে ‘সার্চ এন্ড রেসকিউ’ অভিযান শুরু করে। অভিযানের দ্বিতীয় দিন মঙ্গলবার দিনভর নদীতে অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৫টায় বানগাটা এলাকার তেঁতুলিয়া নদী থেকে নিখোঁজ শিশু আখি মনির মরদেহ উদ্ধার করা হয়।


পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে শিশুর মরদেহ তার পরিবারে হস্তান্তর করা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন