শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট-বাজারসংলগ্ন ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: লালমোহনের ভেদুরিয়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মিজান (৩৬), লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আজিম উদ্দিন খানের মেয়ে আজমিরী আমরিন (২০) ও একই উপজেলার মো. রিয়াজ (৪৩)। আজমিরী দৈনিক আমার দেশ পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধির মেয়ে।
আরও পড়ুন: ট্রাকচাপায় দুজন নিহত, পুলিশ ফাঁড়ি-ট্রাফিক বক্স ভাঙচুর-অগ্নিসংযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভোলা সদরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে মানিকার হাট-বাজারসংলগ্ন ইদরার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিনকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়াও দুর্ঘটনায় আহত অটোরিকশা চালকসহ তিন যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ট্রাফিক পুলিশ দেখে পালাতে গিয়ে ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।

২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·