অ্যামেচার রেডিও একটি শখ, রেডিও ট্রান্সমিটার (বেতার তরঙ্গ প্রেরক যন্ত্র) দিয়ে দেশে ও বিদেশের অন্যান্য রেডিও অপারেটরদের সঙ্গে যোগাযোগ করাটাই মূল কাজ। কিন্তু একটা রেডিও ট্রান্সসিভার কিনে সুইচ অন করলেই যে অন্যান্য স্টেশন পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই।