ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

১ সপ্তাহে আগে
ভোলার শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় ৭ ব্যবসায়ীকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের কাঁচা বাজার, মাছ বাজার ও খাল পাড় এলাকায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইয়েদ মোহাম্মদ বুলবুলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরাও এতে অংশ নেন।


আরও পড়ুন: সমুদ্রবুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র


অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সাইয়েদ মোহাম্মদ বুলবুল জানান, শহরের খাল পাড়ে কিছু ব্যবসায়ী অবৈধভাবে দোকান তুলে সরকারি জায়গা দখল করে রেখেছিলেন, যা আজ উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া শহরের কিচেন মার্কেটে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে সাত মাছ ব্যবসায়ীকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কিছু মুদি মালামালও জব্দ করা হয়েছে।


জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
 

]]>
সম্পূর্ণ পড়ুন