সোমবার (৯ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশ জোনের ইন্সপেক্টর অভিরঞ্জন দেব সময় সংবাদকে জানান, নিহত মেহেদী হাসান ইমন সিলেট শহরের লালদীঘির পাড় এলাকার জামাল উদ্দিনের ছেলে। ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে তিনি সাদাপাথর ঘুরতে আসেন। নদীতে গোসল করতে নেমে সাতার না জানায় পানির তীব্র স্রোতে তলিয়ে যান তিনি।
সাথে থাকা বন্ধুরা জানান, ইমন সাতার জানতেন না। নদীর স্রোতের কারণে হঠাৎ পানিতে তলিয়ে যান তিনি।
আরও পড়ুন: ঈদের ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রে ব্যাপক ভিড়
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
]]>