মিশরীয় ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগেই কেটে গেছে মায়ামির শনির দশা। টানা চার হতাশার ম্যাচকে পাশ কাটিয়ে মন্ট্রিয়েল-কলম্বাসের বিপক্ষে বড় জয়। গ্রুপের বাকি দুই দল পালমেইরাস আর পোর্ত হওয়ায় পূর্ণ তিন পয়েন্টেই চোখ মেসিদের। বুড়ো নয়, বরং অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল মায়ামিতে। তবুও মূল ভরসা মেসিতেই।
আরও পড়ুন: ইনজুরির ভান করে ইউরো না খেলার কথা ভেবেছিলেন মোরাতা
এ ম্যাচের আগে ইন্টারের কোচ হ্যাভিয়ের মাশচেরানো বলেছেন, ‘দেখুন মেসি দারুণ শেপে আছে। সে এমন একজন ফুটবলার যে একাই ম্যাচের মোমেন্টাম নিজেদের পক্ষে নিয়ে আসতে পারে। তবে শুধু লিও নয়, আমাদের দারুণ একটা স্কোয়াড আছে। যেখানে সবাইকে সবাই সাহায্য করতে প্রস্তুত। আর সেই এনার্জিই আমরা কাজে লাগাতে চাই।’
আরও পড়ুন: ১০ দিনের কেনাবেচা শেষে কোন দলের কত খরচ?
আল আহলির জন্য বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ। মিশরের সবচাইতে সফল ক্লাবটির ঝুলিতে আছে ১৫৮টি ট্রফি, যার মধ্যে ৪৫টিই ইজেপেশিয়ান প্রিমিয়ার লিগ টাইটেল। মায়ামির বিপক্ষে বিগ ম্যাচের আগে শৈশবের এই ক্লাবটিতে যোগ দিয়েছেন অ্যাস্টন ভিলার সাবেক স্ট্রাইকার ট্রিজেগেট। দলে আছেন এল সলিয়া-মোহাম্মদ হানির মতো তারকা ফুটবলাররা।