‘ভোটের গাড়ি’ সাতক্ষীরায়

২ সপ্তাহ আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম " ভোটের চাবি, আপনার হাতে ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)  সকাল ১০ টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই কার্যক্রম হয়।

 

জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে সুপার ক্যারাভানের শিল্পী-কুশলীদের গানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।  সকাল ১০ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে এই কার্যক্রম।

 

ভোটের গাড়িতে স্থাপিত এলইডি পর্দায় প্রদর্শিত নির্বাচনী ভিডিও এবং দেশাত্মবোধক গান- ‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’ এবং ‘সব ক’টা জানালা খুলে দাও না’ দর্শকদের মন কাড়ে। প্রধান উপদেষ্টার নির্বাচনী বার্তা দিয়ে শুরু হওয়া পরিবেশনা শেষ হয়।

 

ভোটের গাড়ির প্রদর্শনীর উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রকাশক আফরোজা আক্তার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।

 

কেউ কেউ জানলেও আজকের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই জানতে পেরেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বার্তা।

 

আরও পড়ুন: জাতীয় নির্বাচন: ভোট দিতে ৭ লাখ ৩০ হাজারের বেশি নিবন্ধন

 

জেলা প্রকাশক আফরোজা আক্তার বলেন,  নির্বাচনের আগ পর্যন্ত সাতক্ষীরার অন্যান্য উপজেলাগুলো সফর করবে সুপার ক্যারাভান। এ কার্যক্রম আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে জনসচেতনতা সৃষ্টি করবে।

 

ভোটের গাড়ির পাশেই স্থাপন করা হয়েছে ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বাক্স।

 

তরুণ প্রজন্মের দর্শকরা এখানে তাদের মতামত ও মন্তব্য লিখেছেন।

 

উদ্বোধনী ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট।

 

আরও পড়ুন: নির্বাচন-গণভোট নিয়ে ৮ গান, মুক্তি পেল ঢাকা বিভাগেরটা

 

এই লক্ষ্য সামনে রেখে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি, সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়ে জনগণকে ভোট ও গণভোট সম্পর্কে সচেতন করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন