ভোটকেন্দ্র সংস্কারে কত টাকা লাগবে জানালো শিক্ষা প্রকৌশল দফতর

২ সপ্তাহ আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার অনুপযোগী ভোটকেন্দ্র সংস্কারে ১১০ কোটি টাকা লাগবে বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদফতর।

সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) থেকে ভোটকেন্দ্র সংস্কার করতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিলে শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে।

 

আরও পড়ুন: একটি নির্দিষ্ট দল স্বাধীনতাকে ভুল মনে করে: মেজর হাফিজ

 

অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেনের তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে মেরামত ও সংস্কার কাজ করা প্রয়োজন এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৪৯০টি এবং ওই ভোটকেন্দ্রগুলো মেরামতের জন্য মাঠপর্যায় থেকে প্রাপ্ত চাহিদার পরিমাণ ৩৩৭৮.৭৮ লাখ টাকা। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণ প্রয়োজন সে ধরনের ভোটকেন্দ্রের সংখ্যা ৫৫৯টি। এসব সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাঠপর্যায় থেকে প্রাপ্ত চাহিদার পরিমাণ ৭৬৪৮.৪৯০ লাখ টাকা।

 

অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন সম্প্রতি এক চিঠিতে ওই পরিমাণ বরাদ্দ দিতে শিক্ষা সচিবকে চিঠিও দিয়েছেন, যার অনুলিপি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে।

 

এর আগে ব্যবহার উপযোগী করতে নিজ খরচে সম্ভাব্য ভোটকেন্দ্র মেরামত করতে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল ইসি।

 

আরও পড়ুন: জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ

 

এদিকে, রোববার (৩১ আগস্ট) চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা ২০২৫ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের পর বাদ পড়া ভোটারদের যুক্ত করে এখন দেশে ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। সম্পুরক তালিকা প্রকাশ করে কমিশন সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

 

পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। এদিকে, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমুলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন