সোমবার (১৮ আগস্ট) বিকালে রেলওয়ে স্টেশন রোডের রেলওয়ে পানির ট্যাঙ্ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তি ও গ্রেফতার স্বামী-স্ত্রী ভৈরব রেলওয়ে এলাকায় প্ল্যাটফর্মে রাত যাপন করত এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবন চালাত। ভিক্ষার টাকা দিয়েই তারা মাদক সেবন করত।
বিকাল সাড়ে তিনটার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় মদ্যপ অবস্থায় মাদকসেবন নিয়ে তিন ভবঘুরের মধ্যে বিরোধ দেখা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারিয়া নামের ওই মহিলা হাতে থাকা গাঁজা কাটার কাঁচি দিয়ে নিহত ব্যক্তির বাম পাঁজরে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। অতিরিক্ত রক্তক্ষরণে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
আরও পড়ুন: ভৈরবে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী বলেন, ‘বিকাল ৪টার পর বুকে ধারালো কিছুর আঘাতে আহত এক অজ্ঞাত ভবঘুরেকে জরুরি বিভাগে আনা হয়। তার মুখ থেকে মদের গন্ধ আসছিল। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে সন্ধ্যার দিকে তিনি মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।’
ভৈরব থানার সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করে থানায় আনা হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। কেউ না এলে পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।’
]]>