মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের জাফরনগর গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ৩ জনকে ভর্তি রাখা হয়েছে। এ ছাড়া ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এমাদ মিয়া (৬০) নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
জানা যায়, বেলা বারোটার দিকে সালাম মেম্বারের বাড়ির ইয়ামিন নামের এক ছেলে বিকট শব্দ করে ভূয়া বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ওই বাড়ির রিয়াদ নামের এক যুবক তাকে মারধর করে। এই ঘটনায় সালাম মেম্বারের বাড়ির লোকজন ভূয়াবাড়ির মাতব্বরদের কাছে বিচার চাইতে গেলে রিয়াদ তাদেরকেও মারধর করে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিকেল সাড়ে পাঁচটার দিকে সালাম মেম্বারের বাড়ি ও ভূয়া বাড়ির লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়। পরে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের নিবৃত্ত করে।
এই ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ ফোয়াদ রুহানি বলেন, সন্ধ্যায় বৃষ্টি প্রবল ঝড়ো হাওয়া বইছিল, এছাড়া এই ব্যাপারে কেউ থানায় অবগত করেনি। তাই বিষয়টি জানা নেই।
]]>