ভৈরবে বালুবাহী ভলগেট থেকে ১০০ বস্তা ভারতীয় পণ্য উদ্ধার

৪ সপ্তাহ আগে
কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে ঢাকাগামী বালুবাহী ভলগেট থেকে ১০০ বস্তা ভারতীয় শাড়ি, শাল ও থ্রিপিস উদ্ধার করেছে ভৈরব নৌ পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ভলগেটের ৪ মাঝি ও সহকারীকে।

আটককৃতরা হলেন সুনামগঞ্জ সদরের বালিকান্দি গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে জামাল (২৫), একই জেলার মইনপুরের সাইফুলের ছেলে জিহান (১৮), বরগুনা সদরের ডাল ভাঙ্গা গ্রামের রশিদ মিয়ার ছেলে রুবেল (৩৭) এবং বরগুনা সদরের সোহরাব মিয়ার ছেলে মিজানুর (২২)।

 

আটককৃত এসব ভারতীয় পণ্য চোরাই পথে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে বালুবোঝাই ভলগেট করে সুনামগঞ্জের সীমান্ত থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদীতে নৌ পুলিশের নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালিত হয়। নৌ-পুলিশের ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামানের নির্দেশে এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে বালু বোঝাই ভলগেটটি আশুগঞ্জের সারকারখানা এলাকা থেকে আটক করে ভৈরব নিয়ে আসা হয়।

 

আরও পড়ুন: চাঁদপুরে অভিযানে ১১ নৌযান জব্দ, আটক ৩৮

 

এসময় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে ১০০ বস্তা ভারতীয় শাড়ি, শাল, ও থ্রি-পিস উদ্ধার করা হয়। নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে শনিবার (৪ জানুয়ারি) সকালে বস্তাগুলো খুলে কত হাজার পিস ভারতীয় পণ্য আছে তার সিজারলিষ্ট করা হবে বলে জানিয়েছেন নৌ পুলিশের ভৈরব থানার ওসি রাশেদুজ্জামান।

 

ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, ‘ভৈরব মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে একটি বালুবোঝাই ভলগেটে তল্লাশি চালিয়ে ১০০ বস্তা ভারতীয় শাড়ি, শাল ও থ্রিপিস উদ্ধার করা হয়েছে। বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে বস্তা ঝুঁকে প্রকৃত সিজার লিস্ট তৈরি করা হবে। এ ঘটনায় ভলগেটের চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন