রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ন্যাটালের মোড় এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় তাকে আটক করা হয়।
আটক সাগর মিয়া শহরের চন্ডিবের গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। এই ব্যাপারে র্যাব বাদী হয়ে মামলা দিয়ে তাকে ভৈরব থানায় আলামতসহ হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: মিরপুর থেকে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ছিনতাইয়ের জন্য ন্যাটালের মোড় এলাকায় একাধিক ছিনতাইকারী দাঁড়িয়ে আছে। এমন খবরে র্যাবের একটি টিম ঘটনাস্থল গিয়ে সাগরকে আটক করে। এই সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। এই সময় র্যাব তার দেহ তল্লাশি করে একটি সুইচ গিয়ার উদ্ধার করে।