ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দবরণের সূচনা হলো। রমনার বটমূলে সাজানো মঞ্চে সারি বেঁধে বসেছেন দেড় শতাধিক শিল্পী। ঠিক সোয়া ৬টায় শুরু হয় ঐতিহাসিক এই বর্ষবরণের ৫৮তম আয়োজন।
ছায়ানটের পক্ষ থেকে আগেই বলা হয়, ‘বিশ্বব্যাপী যেমন ক্ষয়ে চলেছে মানবতা, তেমনি এ দেশেও ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। তবু আমরা আশাহত হই না, দিশে হারাই না, স্বপ্ন দেখি হাতে হাত রেখে সকলে... বিস্তারিত