নিখোঁজরা হলেন: মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে ও পৌর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানভির হোসেন (২০) এবং তার চাচাতো ভাই আমদহ গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক হোসেন (১৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব নদের রসিকপুর স্লুইস গেটের সামনে প্রায়ই লোকজন গোসল করতে যান। তানভির ও কৌশিক গোসল করছিল। এক পর্যায়ে কৌশিককে পানিতে ডুবে যেতে দেখে তানভির এগিয়ে যান। এ সময় দুজনই স্রোতের তোড়ে হারিয়ে যান। সহপাঠী ও আশপাশের লোকজন তাদের উদ্ধারে চেষ্টা চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা মুজিবনগর ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
আরও পড়ুন: গাজীপুরে নদীতে পড়ে এক নারীর মৃত্যু, নিখোঁজ আরেকজন
মুজিবনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সেলিম রেজা জানান, নদীতে পানি প্রবাহ অনেক বেশি থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। এ কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা হবে।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল জানান, স্থানীয়ভাবে তাদের খোঁজা হচ্ছে। তবে জেলার ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি দলের সদস্যদের ডাকা হয়েছে। সন্ধ্যার মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করবেন।

২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·