ভেনেজুয়েলার বন্দরে ড্রোন হামলা চালিয়েছে সিআইএ, জানালেন ট্রাম্প

২ সপ্তাহ আগে
ভেনেজুয়েলার ভেতরে সরাসরি হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে কারাকাস উপকূলে একটি বন্দর স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে সিআইএ। সোমবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গোয়েন্দা সংস্থাটির অভিযোগ, ভেনেজুয়েলার অপরাধচক্র হিসেবে ট্রেন দ্য আরাগুয়া মাদক মজুত করে পাচারের জন্য ওই ডকটি ব্যবহার করে আসছিল।

 

হামলার বিষয়টি স্বীকার করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘বন্দরটি নৌকায় মাদক বোঝাই করতে ব্যবহার করা হতো।’ এদিকে পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌযান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই হামলায় অন্তত ২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

 

স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স ‘সাউদার্ন স্পিয়ার’ আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালায়।

 

আরও পড়ুন: পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলার ঘটনায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ ট্রাম্প

 

এর আগে গত ২২ ডিসেম্বর একই অঞ্চলে মাদক বহনকারী সন্দেহে আরকেটি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। মাদক পাচার দমন লক্ষ্যে পরিচালিত যুক্তরাষ্ট্রের এই চলমান অভিযানের আওতায় এখন পর্যন্ত অন্তত ১০৭ জন নিহত হয়েছে।

 

সম্প্রতি একাধিকবার ভেনেজুয়েলার ভেতরে হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে গত সপ্তাহে প্রথমবারের মতো দেশটিতে হামলার ইঙ্গিত দেন তিনি। 

 

এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি বড় স্থাপনা ধ্বংস করেছে, যেখান থেকে জাহাজ আসে। এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

আরও পড়ুন: নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

 

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আগ্রাসী সামরিক চাপের মাধ্যমে মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এই হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন