ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ

৪ দিন আগে
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর মার্কিন হেফাজত থেকে মুক্তির দাবিতে শুরু হওয়া সংসদীয় অধিবেশনে শপথ নেন তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিবিসির খবরে বলা হয়, ২০১৮ সাল থেকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ৫৬ বছর বয়সী রদ্রিগেজ বলেছেন, শনিবার রাতভর অভিযান চালিয়ে মার্কিন বাহিনীর, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের ‘অপহরণ’ এর ঘটনায় তিনি ব্যথিত।

 

এর আগে নিউইয়র্কের একটি আদালত কক্ষের ভেতরে এক নাটকীয় দৃশ্যে, মাদুরো জোর দিয়ে বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আছেন। কারণ তিনি মাদক পাচার এবং সন্ত্রাসবাদের চারটি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

 

আরও পড়ুন:ট্রাম্পের হুমকি / প্রয়োজনে দেশের জন্য আবার ‘অস্ত্র হাতে তুলে নেব’, কলম্বিয়ার প্রেসিডেন্টের হুঁশিয়ারি

 

এদিকে, রদ্রিগেজের শপথ গ্রহণের বিষয়টি স্পষ্ট হওয়ার পর, রোববার মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিককে দেয়া মন্তব্যে ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন যে, তিনি যদি ‘যা সঠিক’ তা না করেন তবে তাকে খুব বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বেশি।

 

তবে, মন্ত্রিসভার এক বৈঠকে, রদ্রিগেজ ইঙ্গিত দেন যে, তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করবে, তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে ভাগ করে নেয়া উন্নয়ন ভিত্তিক সহযোগিতার একটি এজেন্ডায় আমাদের সাথে সহযোগিতা করার জন্য মার্কিন সরকারকে আমন্ত্রণ জানাচ্ছি।’

 

মাদুরো, তার স্ত্রী এবং অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজের শপথ গ্রহণের সময় ভেনেজুয়েলার হাজার হাজার মানুষ ফেডারেল আইনসভার বাইরে জড়ো হয়েছিলেন।

 

শপথ গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে রদ্রিগেজ জাতীয় পরিষদে বলেন যে ‘অবৈধ সামরিক আগ্রাসনের কারণে সৃষ্ট দুর্ভোগের কারণে তিনি ‘বেদনা নিয়ে’ এই শপথ গ্রহণ করেছেন।


এ সময় রদ্রিগেজ দেশের শান্তি, জনগণের আধ্যাত্মিক প্রশান্তি,  অর্থনৈতিক ও সামাজিক প্রশান্তি নিশ্চিত করার অঙ্গীকার করেন।

 

অধিবেশনে মাদুরোর ছেলের বক্তব্যও শোনা গেছে, যিনি তার বাবা-মায়ের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন - বলেছেন যে তারা ভেনেজুয়েলায় আবার ফিরে আসবেন।

 

রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবেও তিনি নিঃশর্ত সমর্থন করেছেন।

 

আরও পড়ুন:আমাকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করা হয়েছিল, আমি নির্দোষ: আদালতে মাদুরো

 

এদিকে, মাদুরোর মামলার পরবর্তী আদালতের শুনানি ১৭ মার্চের জন্য নির্ধারিত হয়েছে।

 

সূত্র: বিবিসি

]]>
সম্পূর্ণ পড়ুন