রোববার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে স্টারলিংক জানিয়েছে, লাতিন আমেরিকার দেশটিতে বড় আকারের মার্কিন হামলার পর তারা ভেনেজুয়েলায় বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দিচ্ছে।
পোস্টে আরও বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবায় প্রবেশাধিকার দেয়া হবে।
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন হামলায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, লাতিন আমেরিকার দেশটির রাজধানী কারাকাস থেকে তুলে আনার পর তাকে প্রায় ২ হাজার ১০০ মাইল পাড়ি দিয়ে এই আটক কেন্দ্রে নেয়া হয়।
আরও পড়ুন: ভেনেজুয়েলায় মার্কিন অভিযান ‘বিপজ্জনক উদাহরণ’: জাতিসংঘ মহাসচিব
আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রের মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগে মাদুরোকে এই কেন্দ্রে রাখা হবে বলে জানা গেছে।
শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রী সিলিয়া ফ্লোরেসসহ তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। তবে ফ্লোরেস এখন কোথায় আছেন, সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·