তিনি বলেন, ভেনেজুয়েলা থেকে আরও সহযোগিতা আশা করেন তারা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র খুব উদার প্রস্তাব দেয়ার পরও নিকোলাস মাদুরোর সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি ওয়াশিংটন। আরও যোগ করেন যে, মাদুরো দেড় সপ্তাহ আগেও ভেনেজুয়েলা ছেড়ে যেতে পারতেন।
আরও পড়ুন:তেল এবং আঞ্চলিক প্রভাবের জন্য ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের: কামালা
এই সব (হামলা) এড়ানোর জন্য তার হাতে সুযোগ ছিল।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, যুক্তরাষ্ট্র তারপরও ভেনেজুয়েলাকে ট্রাম্প প্রশাসনের উত্থাপিত সমস্যা সমাধানের সুযোগ দেবে।
রুবিও বলেন, তবে ততক্ষণ পর্যন্ত ভেনেজুয়েলা তেল ‘কোয়ারেন্টাইন’, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখোমুখি হবে এবং প্রয়োজনে ‘মাদকবাহী নৌকা লক্ষ্য করে হামলা চালানো হবে এবং আটক করা হবে।
আরও পড়ুন:মাদুরোর আগেও তিন দেশের নেতাকে আটক করেছিল যুক্তরাষ্ট্র
শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলায় ব্যাপক বোমা হামলা ও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। এখন তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানানো হয়।

১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·