ভেগাসে বিস্ফোরণের পর টেসলা সাইবারট্রাকে অগ্নিকাণ্ড

৪ সপ্তাহ আগে
লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণের পর একটি টেসলা সাইবারট্রাকে অগ্নিকাণ্ড ঘটে; এই ঘটনায় গাড়ির মধ্যেই এক ব্যক্তি নিহত ও আরও সাতজন আহত হয়েছেন। বুধবার, ১ জানুয়ারি। কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছে, বিশেষ বাহিনীর এক সৈন্য যে লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে একটি টেসলা সাইবারট্রাক উড়িয়ে দিয়েছিল, বিস্ফোরণের আগে সে নিজের মাথায় গুলি করে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কী তাকে প্রণোদনা দিল তা এখনও “অজ্ঞাত।” (এএফপি)        
সম্পূর্ণ পড়ুন