শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হনে বলে দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে।
এক বিবৃতিতে পিএমডি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এটি ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
জিও নিউজ জানিয়েছে, ভূমিকম্পে পেশোয়ার, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, চিত্রাল, সোয়াত, গিলগিট ও অ্যাবোটাবাদ ও আশেপাশের এলাকায় শক্তিশালী কম্পনের খবর পাওয়া গেছে।
ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এরআগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইসলামাবাদ ও খাইবার পাখতোনখোয়ার একাধিক জায়গায় ভূমিকম্প আঘাত হানে।
আরও পড়ুন: আফগান সীমান্তে আত্মঘাতী হামলায় ৭ পাক সেনা নিহত
সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় ও ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত প্রতিবেশী দেশগুলোতে ভূমিকম্পের কার্যকলাপ লক্ষ্য করা যায়।
সেপ্টেম্বরে আফগানিস্তানে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ২০০ এর বেশি মানুষের মৃত্যু হয়। পাশাপাশি কয়েক হাজার আফগানি আহত হন।
]]>
 ১ সপ্তাহে আগে
                        ৫
                        ১ সপ্তাহে আগে
                        ৫
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·