‘ভূমি স্মার্ট কার্ড’ পাওয়া ব্যক্তি হবেন জমির প্রকৃত মালিক। এই কার্ড থাকলে মালিকানা প্রমাণ করতে প্রয়োজন হবে না গাদা গাদা দলিল বা জমির অন্যসব কাগজপত্র সংরক্ষণের। জমির মালিকানা নিশ্চিত করা ও ভূমি উন্নয়ন কর পরিশোধে ব্যবহার করা যাবে এই কার্ড। ‘ভূমি মালিকানা ও ব্যবহার আইন, ২০২৩’-এ এমন বিধান রাখা হয়েছিল। ২০২৩ সালেই এই আইনের খসড়া চূড়ান্ত করেছিল ভূমি মন্ত্রণালয়। এর পর আর আলোর মুখ দেখেনি আইনটি।
ভূমি... বিস্তারিত