ভূমি অফিসে সার্ভেয়ারের ঘুষের টাকা গুনে নেয়ার ভিডিও ভাইরাল

৩ সপ্তাহ আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ভূমি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। যেকোনো কাজ করতে গেলে সেবাপ্রত্যাশীদের আগে কর্মকর্তা ও কর্মচারীদের টাকা দিয়ে খুশি করাতে হয়। নামজারি করে দেয়ার নামে এক সেবাপ্রত্যাশীর কাছ থেকে ১৬ হাজার টাকা থুতু দিয়ে গুনে নিয়েছেন রাণীশংকৈল উপজেলার ভূমি অফিসে সার্ভেয়ার আবুল কালাম আজাদ।

সম্প্রতি অফিসে বসে টাকা গুনে নেয়ার এক মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ঘুরপাক খাচ্ছে।


ভিডিওতে দেখা যায়, রাণীশংকৈল উপজেলার ভূমি অফিসে সার্ভেয়ার আবুল কালাম আজাদ নিজ অফিসে বসে কোনো এক ব্যক্তির কাছ থেকে ঘুষের টাকা থুতু দিয়ে গুনে গুনে নিচ্ছেন।


আরও পড়ুন: কুমিল্লায় ঘুষ নেয়ার অভিযোগে ভূমি অফিসের ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত


জানা গেছে, ২০২৩ সালের ২০ নভেম্বরে এ উপজেলায় যোগদানের পর থেকেই সার্ভেয়ার আবুল কালাম আজাদ বেপরোয়া হয় ওঠেন। যেকোনো কাজ করতে গেলে টাকা ছাড়া কোনো কাজ করেন না। এরআগেও সার্ভেয়ারের বিরুদ্ধে কয়েকজন অভিযোগ করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি ফি দিয়েও সেবাগ্রহীতাদের আবুল কালাম আজাদকে অতিরিক্ত টাকা দিতে হয়। তা না হলে ফাইল পড়ে থাকে ভূমি অফিসে। একসময় সেই ফাইল ধুলোয় চাপা পড়ে। আবুল কালাম আজাদ আবদুল কাদির প্রতি ফাইলে তিন গুণ টাকা নেন। এ টাকা দিতে গিয়ে সেবাগ্রহীতাদের ধারদেনা করতে হয়।


আরও পড়ুন: ঘুষ নেয়ার সময় ডিএসসিসির ওয়ার্ড সচিব ধরা (ভিডিও)


তবে ভিডিওতে টাকা নেয়ার বিষয়টি তিনি অস্বীকার করে সার্ভেয়ার আবুল কালাম বলেন, ‘টাকা নেয়ার ভিডিওটি ঘুষের নয়, ওই টাকাগুলো ধারের টাকা।’


এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফিউল মাজলুবিন রহমান জানান, ভূমি অফিসের সেই টাকা লেনদেনের ভিডিওটি দেখেছি, অফিস খোলার পরে বিষয়টি খতিয়ে দেখা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন