ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে প্রতিরোধ শুরুর নির্দেশ দুদক চেয়ারম্যানের

৩ দিন আগে
ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে প্রতিরোধ শুরুর নির্দেশ দিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তবে সরকারি কোনো প্রতিষ্ঠানেই যেন সেবাগ্রহীতারা হয়রানির শিকার না হয়, সেই আহ্বানও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বরিশালে বিভাগীয় পর্যায়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিক সেবা ও সেবার মানোন্নয়নে মতবিনিময় করেন। 


সকালে সার্কিট হাউস সভাকক্ষে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও নানাভাবে সেবা গ্রহণে হয়রানির অভিযোগ করা হয় বলে জানান বক্তারা। 


এসময় দুদক চেয়ারম্যান বলেন, ‘হয়রানি করতে কারো বিরুদ্ধে নামে-বেনামে অভিযোগ দিলেও, প্রাথমিক প্রমাণ না থাকলে কোনো ব্যবস্থা নেয় না দুদক। সেইসঙ্গে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সর্বোপরি মানুষের ডিএনএ’তে দুর্নীতি ঢুকে গেছে বলে আক্ষেপ করেন দুদক চেয়ারম্যান। অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি কর্মকর্তাদের সুবর্ণ সুযোগ জানিয়ে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ১৪ হাজার কোটি টাকা লেনদেন: লাক মিয়াকে দুদকের জিজ্ঞাসাবাদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ‘মানুষের ডিএনএতে দুর্নীতি ঢুকে গেছে। এখন নারী কর্মকর্তারাও ঘুষ খান। যেটুকু সময় চেয়ারে আছেন ওই সময়টুকু ভালো কাজ করেন। সন্তানের কাছে ঘুষখোর বাবা-মা হিসেবে চিহ্নিত হবেন না।’


দুদক চেয়ারম্যান বলেন, ‘আমার অফিসে ভুয়া সমন্বয়ক পেয়েছিলাম। ভুয়া ও প্রকৃত সমন্বয়কদের অবৈধভাবে সুযোগ দেয়ারও কোনো কারণ নেই। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’


তিনি আরও বলেন, ‘আমাদের কাজে অনেক ভুল আছে, সেই ভুল থেকে আমাদের বের হয়ে আসতে হবে। দুদকের বেশি কাজ হওয়া উচিত, ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়। আগে যে দুর্নীতি হয়েছে সেখানে কম সময় দেওয়া উচিত। কিন্তু আগে কী দুর্নীতি হয়েছে তা নিয়ে আমরা শতভাগ সময় কাটিয়ে দিচ্ছি।’

আরও পড়ুন: ৯৫০ কোটি টাকা আত্মসাৎ: আসামি নাবিল গ্রুপের মালিক আমিনুলসহ ৩০

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোজাহার আলী সরদার, বরিশাল জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম ও দুর্নীতি দশন কমিশন (প্রতিরোধ) মহাপরিচালক মো. আক্তার হোসেন।
 

সভার আগে দুদক চেয়ারম্যান বরিশাল নগরীর খান সড়ক এলাকায় বরিশাল বিভাগীয় দুদকের পাঁচতলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রায় ৪৪ শতাংশ জমির ওপর ১২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন