রোববার (২৯ জুন) লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ৪৪২ জন পরীক্ষার্থী ভুল সেট কোডে পরীক্ষা দেন। আর এ ঘটনায় ওই দিনই যশোর শিক্ষা বোর্ড দায়িত্বে থাকা দুই কর্মকর্তাকে দায়িত্বে অবহেলা ও উদাসীনতার অভিযোগে অব্যাহতি দিয়ে চিঠি ইস্যু করেছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয় লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রের সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। আর অনুলিপি পাঠানো হয় নড়াইল জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্র সচিব) ও যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের একান্ত সচিবকে।
সময় সংবাদের হাতে আসা যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জারিকৃত চিঠিতে বলা হয়, ‘নড়াইল জেলার লক্ষীপাশা উপজেলাধীন লোহাগড়া-৪১৮ (লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ) কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কাজল কুমার বিশ্বাস এবং ঐ কেন্দ্রের ট্যাগ অফিসার ২৯ জুন ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত বাংলা ২য় (১০২) পত্র (সৃজনশীল) এইচএসসি পরীক্ষায় সেট কোড "০২" এর স্থলে সেট কোড "০৪" ব্যবহার করে পরীক্ষা গ্রহণ করেছেন। ভুল সেট কোডে পরীক্ষা গ্রহণ করা দায়িত্বে চরম অবহেলা ও উদাসীনতা বলে বোর্ড কর্তৃপক্ষ মনে করে।’
আরও পড়ুন: ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার
চিঠিতে আরও বলা হয়, ‘এ অবস্থায় ওই কেন্দ্রের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ট্যাগ অফিসারকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার পরবর্তী সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক/কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
বোর্ডের চিঠিতে ভুল কোথায়?
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের দেয়া পূর্ব নির্ধারিত সময়সূচি (রুটিন) অনুযায়ী রোববার (২৯ জুন) সকাল ১০টা থেকে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর বোর্ড থেকে সেট কোড ৪ (বারিধি)-এ পরীক্ষা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। তবে লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে ভুলবশত সেট কোড ২ (আমাজন)-এর প্রশ্নপত্র বিতরণ করা হয়। ফলে ওই কেন্দ্রের ৪৪২ জন পরীক্ষার্থী ভুল সেটে পরীক্ষা দেয়।
বিষয়টি কেন্দ্রের সভাপতি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা কলেজটির অধ্যক্ষ কাজল কুমার ও কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম অনাকাঙ্ক্ষিত ভুলের সত্যতা নিশ্চিত করেন। তবে যশোর শিক্ষা বোর্ডের চিঠিতে বলা হয়েছে, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় সেট কোড ২ এর পরিবর্তে সেট কোড ৪ ব্যবহার করেছে কেন্দ্রটি। যেখানে যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় একটি কেন্দ্র ব্যতীত সকল কেন্দ্রই বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় সেট কোট ৪ ব্যবহার করে পরীক্ষা নেয়া হয়েছে। এক্ষেত্রে যশোর শিক্ষা বোর্ডের জারিকৃত চিঠিতেও স্পষ্ট ভুল পরিলক্ষিত হয়।
লক্ষীপাশা আদর্শ মহিলা কলেজ কেন্দ্রের সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ মুঠোফোনে সময় সংবাদকে বলেন, ‘বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় সেট কোড ৪ ব্যবহার করার নির্দেশনা থাকলেও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ট্যাগ অফিসার সেট কোড ২ ব্যবহার করেছেন। বোর্ডের নির্দেশনা মোতাবেক তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আর সহকারী অধ্যাপক শেখ শরিফুল ইসলামকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক চিত্ত রঞ্জন সরকারকে পরবর্তী পরীক্ষা সমূহের জন্য নিযুক্ত করা হয়েছে।’
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় অসদুপায়, আমতলীতে ৯ পরীক্ষার্থী বহিষ্কার
তবে বোর্ডের চিঠিতে ভুলের বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এই কর্মকর্তা।
]]>