আম্পায়ারদের সিদ্ধান্তও প্রায়ই ভুল হয়। তাদের ভুলের কারণে ব্যাটাররা সত্যিকার অর্থে আউট না হয়েও আউট হন, আবার কেউ আউট হলেও আম্পায়ারের ভুলে নটআউটই থেকে যান। এমন ক্ষেত্রে আম্পায়ারদের জন্যও শাস্তির বিধান রয়েছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আম্পায়ারদের জন্য বার্ষিক একটা মূল্যায়ন ব্যবস্থা রেখেছে। কারো পারফরম্যান্স খারাপ হলে তাকে এলিট প্যানেল থেকে বাদ পড়তে হয়।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্যাপ্টেন রোস্টন চেজ আরও বড় শাস্তি তথা জবাবদিহি দাবি করেছেন। তার দল সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে বারবাডোজ টেস্টে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়েছে। দলপতি প্রথম ইনিংসে চাপের মধ্যে শাই হোপকে নিয়ে ৬৭ রানের জুটি দাঁড় করিয়েছিলেন। কামিন্সের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এটাকে আউট মানতে নারাজ চেজ, বল আগে ব্যাটে লেগেছিল বলে দাবি তার।
আরও পড়ুন: হ্যাজেলউডের তোপে বিধ্বস্ত উইন্ডিজ, তিন দিনেই টেস্ট জিতল অস্ট্রেলিয়া
এরপর আউট হওয়া শাই হোপের উইকেট নিয়েও বিতর্ক উঠেছে, আলেক্স ক্যারি তার ক্যাচ ধরার আগে বলটি মাটি স্পর্শ করে বলে ধারণা অনেকের। টিভি আম্পায়ার আদ্রিয়ান হোলস্টকের দেওয়া এই দুটি আউট নিয়ে প্রশ্ন তুলেন স্বয়ং উইন্ডিজ কোচ ড্যারেন সামি। এবার তুললেন চেজ। ম্যাচটিতে তারা হেরেছে ১৫৯ রানের ব্যবধানে।
চেজ বলেন, ‘আমরা ভুল করলে কঠোর শাস্তি দেওয়া হয়। কিন্তু অফিসিয়ালদের কিছুই হয় না। ব্যাপারটা হতাশার। একটা খারাপ সিদ্ধান্তই যেকোনো খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দিতে পারে। আমি মনে করি আম্পায়ারদের ভুলের জন্যও কিছু শাস্তি থাকা উচিত।’