ভুটানের লিগে ফের হ্যাটট্রিক করলেন সাবিনা-সুমাইয়া

৩ সপ্তাহ আগে
ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিবাদে জড়ানোর পর আর জাতীয় দলে ঢুকতে পারেননি সাবিনাসহ আরও কয়েকজন। তাদের বাদ দিয়েই জর্ডান সফর করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে জাতীয় দলে না থাকলেও ভুটানের লিগে দ্যুতি ছড়াচ্ছেন সাবিনা-সুমাইয়ারা।

এর আগে গত ১৫মে পারো এফসির হয়ে প্রথম ম্যাচে ২৮-০ গোলে জিতেছিলো সাবিনার পারো এফসি। সে ম্যাচে নিজের ঝলক দেখিয়েছিলেন সাবিনা খাতুন। প্রতিপক্ষের জালে তিনি বল পাঠিয়েছিলেন ৯বার। 

 

আরও পড়ুন: টিম হোটেল ছাড়ার আগে যা বললেন ফাহামেদুল

 

সে ম্যাচে গোল করেছিলেন বাংলাদেশের আরও তিন ফুটবলার। মনিকা চাকমা করেছিলেন ৭ গোল। এ ছাড়া মাতসুশিমা সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমা করেছিলেন ৪ গোল। 

 

বুধবার (১১ জুন) দ্বিতীয় ম্যাচে গেলেফু সিটি এফসির বিপক্ষে মাঠে নেমেছিলো পারো এফসি। এ ম্যাচে সাবিনারা জিতেছে ১১-০ গোলের ব্যবধানে। সাবিনা ও সু্মাইয়া এ ম্যাচেও করেছেন হ্যাটট্রিক। তা ছাড়া দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সুমাইয়া। 

 

আরও পড়ুন: কিছুটা হতাশ, তবুও এই বাংলাদেশ নিয়ে গর্বিত সমিত

 

ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে খেলছেন বাংলাদেশের ১০ জন। রুপনা চাকমা, মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকার খেলছেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে। আর থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা আক্তার, শামসুন্নাহার সিনিয়র ও মারিয়া মান্ডা। সাবিনা, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ঋতুপর্ণা খেলছেন পারো এফসির হয়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন