ভুটানের লিগে জোড়া গোল করে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা

৫ দিন আগে
ভুটানের লিগে রীতিমতো আলো ছড়াচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এবার ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে জোড়া গোল করলেন কৃষ্ণা রানী সরকার। দলের বড় জয়ে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নিলেন এই ফরোয়ার্ড।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার (১২ মে) উজিয়েন একাডেমিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড। এই ম্যাচে দুটি গোল করেছেন কৃষ্ণা। দুটি গোলই তিনি করেছেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। 

 

আরও পড়ুন: সব নাটকীয়তা শেষে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি

 

ম্যাচের ৫৫তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন কৃষ্ণা। প্রতিপক্ষ দলের এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে নিচু শটে বল জালে জড়ান তিনি। 

 

নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৭৮তম মিনিটে। সুনিতার শট গোলরক্ষক আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন দুটি উইমেন’স সাফ জয়ী এই ফরোয়ার্ড। 

 

আরও পড়ুন: তিন বছরের জন্য জুনেই রিয়ালের দায়িত্ব নিচ্ছেন জাবি

 

এ ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে শুরুর একাদশে খেলেছেন বাংলাদেশের আরও দুজন। তারা হলেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমা। রুপনা মাঠ ছেড়েছেন ক্লিনশিট নিয়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন