ভিসি ও প্রক্টরকে ব্যাঙ্গাত্মক শুভেচ্ছা জানালেন ভিপি প্রার্থী কাদের

৩ সপ্তাহ আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাগছাস সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্গাত্মক শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিভিন্ন হলের ফলাফল যখন আসতে থাকে তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।

 

পোস্টে কাদের বলেন, ভিসি এবং প্রক্টরকে অভিনন্দন জানিয়ে ডাকসু নির্বাচন নিয়ে আলাপ এখানেই শেষ করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শুভকামনা, শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ঢাবি এবং দেশের মানুষের যেকোনো সঙ্কটকালে আমি আছি, যেমনটা বিগত দিনে ছিলাম।

 

পোস্টের নিচে ঢাবির ভিসি ও প্রক্টরের সঙ্গে হোয়াটসঅ্যাপে হওয়া কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন কাদের।

 

এর আগে পৃথক এক পোস্টে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান লেখেন, ‘পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।’

]]>
সম্পূর্ণ পড়ুন