শুক্রবার (১৩ জুন) বিকালে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে শহরের প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি শাহ মো: আরাফাত, সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস প্রমুখ।
আরও পড়ুন: নুরের গ্রামে গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
বক্তারা বলেন, ভিপি নুরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনে নামবে গণ অধিকার পরিষদ।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে পটুয়াখালীর গলাচিপায় নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রাত ১১টার দিকে ভিপি নুর তার ভেরিফায়েড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ওই দিন রাতে বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি। ঘটনার ৩ ঘণ্টার মাথায় রাত ১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান তার সঙ্গে থাকা লোকজন। এসময় তিনি পাতাবুনিয়া বাজারে অবস্থান করছিলেন।
নুরুল হক নুর তার ভেরিফায়েড ফেসবুকে দেয়া একটি পোষ্টে উল্লেখ করেন, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি (ছটকা), লোহার রড, রামদা নিয়ে তাদের পথরোধ করেন। এসময় স্থানীয় কয়েক জনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, নুরুল হক নুর এলাকায় অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এছাড়াও বুধবার তিনি প্রকাশ্যে একটি ঠিকাদারী কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। তাছাড়া বৃহস্পতিবার চরবিশ্বাস বাজারে তার লোকজন বিএনপির নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছেন। এসব উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় লোকজন তার প্রতি ক্ষিপ্ত হতে পারেন।
আরও পড়ুন: নুরের গ্রামে গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
হাসান মামুন আরও বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করছি। ভিপি নুর অবরুদ্ধ হওয়ার বিষয়টি জেনে আমি সেনাবহিনী এবং পুলিশ-প্রশাসনকে উদ্ধারের জন্য আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছি। আমি চাই গলাচিপা উপজেলার পরিবেশ শান্ত এবং সুশৃঙ্খল থাকুক।’
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
]]>