সোমবার (১২ মে) সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার ১১টার দিকে ভাটিয়ারী সাগর উপকূলে শিশুসহ রোহিঙ্গাদের একটি ইঞ্জিন চালিত বোট থেকে নামতে দেখে এলাকাবাসী তাদের আটক করে। তারা এসময় নোয়াখালীর ভাসান চর থেকে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যেতে পালিয়ে এসেছেন বলে জানান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
আরও পড়ুন: ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৫ রোহিঙ্গা চট্টগ্রামে গ্রেফতার
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, পুলিশ রোহিঙ্গাদের আটক করেছে ।যাচাই-বাছাই শেষে তাদের পুনরায় নোয়াখালীর ভাসান চরে ফেরত পাঠানো হবে।