বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় সৃষ্টি হয় আবেগ ও কৃতজ্ঞতার এক অনন্য দৃশ্য। ফুলের পাপড়ি ছিটিয়ে, মালা পরিয়ে রাজকীয় সম্মানে বিদায় জানানো হয় এই মানুষ গড়ার কারিগরকে। শ্রেণিকক্ষের ঘণ্টাধ্বনি একদিন থেমে গেলেও শিক্ষার্থীদের হৃদয়ে থেকে যাবে তার শিক্ষা, শাসন আর স্নেহের স্মৃতি।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দেবগ্রাম শেখ বাড়ির মরহুম ধন মিয়ার ছেলে শেখ মাহফুজুর রহমান তার চাকরি জীবনের শুরু থেকে অবসর পর্যন্ত একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এই সময়ে বিদ্যালয়টি তার কাছে দ্বিতীয় পরিবারের মতো হয়ে উঠেছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদায়ী প্রধান শিক্ষক নিজেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি শেখ মো. আইয়ুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম ও অধ্যাপক মো. জাবেদ আহমদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক অলক কুমার চক্রবর্তী ও মো. শাহাদাত হোসেন।
বিদায়ের পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে সুসজ্জিত গাড়িতে করে প্রিয় শিক্ষককে বাড়ি পৌঁছে দেয়া হয়। গাড়ির পেছনে পেছনে হাঁটেন শিক্ষক ও শিক্ষার্থীরা— যেন কেউই তাকে বিদায় দিতে চাইছিল না।
শিক্ষার্থীদের কাছে তিনি শুধু শিক্ষক নন, একজন অভিভাবকও ছিলেন। নবম শ্রেণির শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম বলেন, ‘স্যার আমাদের শুধু পড়াশোনা নয়, জীবনটাকেও সুন্দরভাবে গড়তে শিখিয়েছেন। আজ তার বিদায় আমাদের গভীরভাবে কষ্ট দিয়েছে।’
আরও পড়ুন: কুড়িগ্রামে শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়
শিক্ষার্থী ইশরাত জাহান বলেন, ‘তিনি একজন আদর্শ শিক্ষক। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সব সময় ভাবতেন।’
বিদায়ী অনুভূতি প্রকাশ করে শেখ মাহফুজুর রহমান বলেন, ‘আজ বুঝতে পারছি বিদায় কতটা কষ্টের। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া সত্যিই বেদনাদায়ক। জীবনের ৩৪ বছর এক জায়গায় কাটিয়েছি— এটাই আমার পরিবার। যে সম্মান পেয়েছি, তা আজীবন মনে থাকবে।’
সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম বলেন, ‘তার নিষ্ঠা, সততা ও মানবিকতা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’
বিদ্যালয় প্রাঙ্গণে তখন আর কোনো আনুষ্ঠানিকতা নেই— শুধু স্মৃতি, ভালোবাসা আর কৃতজ্ঞতার দীর্ঘশ্বাস। একজন শিক্ষক অবসরে গেলেন, কিন্তু থেকে গেলেন শত শত হৃদয়ের গভীরে।

১ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·