জানা যায়, ২০১৮ সালে মালয়েশিয়ার জহুরবারু শহরের মোয়ার থানায় একটি ফার্নিচারের দোকানে চাকরি নিতে যান জামিল। সেখানকার এক শপিং মলে পরিচয় হয় নাজিয়ার সঙ্গে। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় গভীর বন্ধুত্বে, আর পরে পরিণত হয় ভালোবাসায়। পারিবারিকভাবে তারা মালয়েশিয়াতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সম্প্রতি বাংলাদেশে এসে ধর্মীয় রীতি মেনে আবারও বিবাহ সম্পন্ন হয় তাদের। ৩০ জুন নাজিয়া বাংলাদেশে আসেন, ৩ জুলাই হয় গায়ে হলুদ, আর ৪ জুলাই আত্মীয়স্বজন ও এলাকাবাসীর উপস্থিতিতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
নাজিয়া বলেন, ‘আমি জামিলকে মন থেকে ভালোবাসি। বাংলাদেশে এসে মনে হচ্ছে আমি নিজের আরেকটি পরিবার পেয়েছি। এখানকার পরিবেশ, মানুষ, খাবার- সবকিছুই আমার কাছে খুব সুন্দর লাগছে।’
আরও পড়ুন: ভালোবাসার টানে ধর্ম ত্যাগ করে নাটোর এলেন চীনা তরুণ
জামিলের মা হালিমা খাতুন বলেন, ‘ছেলের পছন্দকে সম্মান জানিয়েই আমরা বিয়ের আয়োজন করেছি। নাজিয়াকে সবাই খুব ভালোবাসছে। সে সহজেই সবার সঙ্গে মিশে যাচ্ছে, ঘরের কাজেও সহযোগিতা করছে।’
এ ব্যতিক্রমী প্রেমের গল্প জানার পর এলাকাবাসীর আগ্রহ ও উচ্ছ্বাস বেড়ে গেছে। পাড়াপড়শি ও পরিচিতজনেরা ভিড় করছেন জামিলের বাড়িতে, বিদেশি পুত্রবধূকে এক নজর দেখার আশায়।