‘ভালো ফিল্ডিংয়ের বিপরীতে পুরস্কার’ ধারণার পেছনের গল্প শোনালেন কোচ

১ দিন আগে
ভালো ফিল্ডিং করায় পুরস্কার দেয়ার প্রচলন নতুন কিছু নয়। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের সময়ে বাংলাদেশ জাতীয় দলে এমন রীতি দেখা গেছে। তবে এবার ‘এ’ দলে এই রীতি নিয়ে এলেন দলটির ফিল্ডিং কোচ আশিক মজুমদার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। ওয়ানডের প্রথম দুই ম্যাচে সফরকারীদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। বোলিং এবং ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও আধিপত্য ছিলো নুরুল হাসান সোহানদের। মাঠের ফিল্ডিংয়ে খেলোয়াড়দের নৈপুণ্যের জন্য পুরস্কৃত করেছেন কোচ আশিক।


প্রথম ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কারর পেয়েছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। উইকেটের পেছনে সেদিন ৪টি ক্যাচ এবং একটি স্ট্যাম্পিং করেন এই উইকেটরক্ষক। দ্বিতীয় ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার পান এনামুল হক বিজয়। আজ (৮ মে) সিলেটে এই পুরস্কারের রীতি ফিরিয়ে আনার পেছনের গল্প শোনালেন কোচ আশিক মজুমদার।


আরও পড়ুন: ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে: আকরাম খান


তিনি বলেন, ‘ধারণাটা আমরা যখন ছোটবেলায় খেলতাম। আমাদের গুরু ওয়াহিদ স্যার, ওসমান স্যার আমরা যারা ভালো খেলতাম তখন উনারা গিফট দিতেন বিভিন্ন সময়ে। তারপর ভালো খেললে বিশ টাকা দিতেন, দশ টাকা দিতেন তখন সেটা উৎসাহের জায়গা ছিলো। তো এখন আমি একটা দায়িত্বে আছি ভাবলাম যে সেই ছোটবেলার আমরা যেভাবে উৎসাহ পেতাম সেভাবে করা যায় কিনা।’


একটি ম্যাচে একজন সেরা ফিল্ডার বেছে নেয়া স্বাভাবিকভাবেই একটু কঠিন। সেক্ষেত্রে একটি আলাদা উপায়ও বের করে নিয়েছেন এই কোচ, ‘আমি আগেই বর্ণনা করে দিয়েছি (কীভাবে হিসাব হবে)। কার কত পয়েন্ট এবং কে কোথায় ড্রাইভ দিয়ে রান বাঁচিয়েছে; এভাবে যখন দলের জন্য গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি বিশ্লেষণ করি তখন খেলোয়াড়রা এটা বুঝে নেয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন