ভারতের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তান প্রস্তুত, কিন্তু মরিয়া নয়

৩ সপ্তাহ আগে
ভারতের সঙ্গে সংলাপের জন্য পাকিস্তান প্রস্তুত থাকলেও এর জন্য মরিয়া নয় বলে মন্তব্য করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সন্ত্রাসবাদ এবং সিন্ধু পানিচুক্তির মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

বুধবার (৪ জুন) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেছেন, পাকিস্তানের পানি ভিন্ন দিকে সরানোর বা আটকে দেয়ার ভারতের যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের শামিল’ হবে। 

 

আন্তর্জাতিক আইনের অধীনে সিন্ধু পানিচুক্তি স্থগিত বা সংশোধন করা যাবে না বলেও মত দেন তিনি।

 

জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলা ঘটনার প্রতিক্রিয়ায় ‘একতরফাভাবে’ সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছিল ভারত। আবার এর জন্য ইসলামাবাদকেই দায়ী করে নয়াদিল্লি। 

 

আরও পড়ুন: নিজেকে পিটিআই দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ ঘোষণা করলেন ইমরান খান

 

এরপর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলাও চালায় ভারত। পাল্টা হামলায় যার জবাব দিয়েছে ইসলামাবাদ।

 

কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও, দেশ দুটির মধ্যকার সম্পর্ক বর্তমানে একদম তলানিতে। 

 

ইসহাক দার বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বর্তমানে বহাল রয়েছে। তবে সাধারণ নির্বাচনের আগে ভারতীয় রাজনৈতিক নেতাদের বাগাড়ম্বর বৃদ্ধির সমালোচনা করেন তিনি।

 

সূত্র: জিও নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন