ভারতের রাষ্ট্রপতির সঙ্গে ‍দুই প্রভাবশালী মন্ত্রীর সাক্ষাৎ

২ সপ্তাহ আগে
পহেলগামে বন্দুক হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াদিল্লিতে রাষ্ট্রপতি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হলো।

 

তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে?

 

পহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ ঘোষণা করেছে। দুই দেশের মধ্যে তৈরি হয়েছে কূটনৈতিক টানাপোড়েন।

 

হামলায় হতাহতের জেরে বুধবার সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছিল ভারত। জবাবে বৃহস্পতিবার পাকিস্তান পাল্টা বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। 

]]>
সম্পূর্ণ পড়ুন