হিন্দু দেবতা কৃষ্ণ ও তার সঙ্গিনী দেবী রাধার পৌরাণিক গল্প পুনরায় ফুটিয়ে তুলে ভারতের উত্তরাঞ্চলে বর্ষণা শহরে হিন্দুরা ‘লাঠমার হোলী’ উদযাপন করেন; পার্বণ সংস্কৃতির এ এক ব্যক্তিক্রমী প্রদর্শনী। শনিবার, ৮ মার্চ।
কিংবদন্তী অনুযায়ী, বৃষভানুর (রাধার বাবা) জামাই কৃষ্ণ (এমনটাই বিশ্বাস করা হয়) তার বন্ধুদের নিয়ে রাধা ও তার সখীদের রং মাখাতে বর্ষণায় (রাধার গ্রাম) আসেন।
তবে, রাধার সখীরা কৃষ্ণের সাঙ্গোপাঙ্গোদের খেলাচ্ছলে লাঠি দিয়ে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেন।
মথুরা, বৃন্দাবন ও বর্ষণার মতো ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর রয়েছে উত্তরপ্রদেশের বৃজ অঞ্চলে। এই অঞ্চলকে হিন্দুত্বের প্রধান দেবতা কৃষ্ণের জন্মস্থান হিসেবে বিশ্বাস করা হয়।
বসন্তের শুরুতে উদযাপিত হোলি উৎসবের সঙ্গে কৃষ্ণ ও তার সঙ্গী রাধার অনন্ত ভালবাসার আখ্যান মিশে রয়েছে।
চলতি বছরের ১৪ মার্চ হোলি উদযাপন করা হবে।