বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান জোরালোভাবে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের মতে, এই চুক্তিটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি, যা একতরফাভাবে স্থগিত করার কোনো সুযোগ নেই। পাকিস্তানের দাবি, সিন্ধু পানি চুক্তি প্রত্যাহার হলে তা ‘যুদ্ধের জন্য পদক্ষেপ’ হিসেবে বিবেচনা করা হবে।
ভারতের সঙ্গে বাণিজ্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ।
ওয়াঘা সীমান্ত চৌকি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হচ্ছে। এই পথে ভারত থেকে সব ধরনের যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যারা বৈধভাবে এই সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন, তারা এখনই এই পথ ব্যবহার করে ফিরতে পারবেন না। তবে ৩০ এপ্রিলের পর এ সুযোগ আর দেয়া হবে না।
আরও পড়ুন: উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিলো পাকিস্তান!
পাকিস্তান আরও বলেছে, তারা ভারতের সঙ্গে করা সিমলা চুক্তি বাতিল করছে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারত এতে সরাসরি জড়িয়ে পড়ে এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই যুদ্ধের পরিণতিতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এর পরবর্তী বছর, ১৯৭২ সালে ভারত ও পাকিস্তান সিমলা শান্তি চুক্তিতে সই করে।
ভারতীয় সব নাগরিকের সার্ক ভিসা বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তবে শিখ ধর্মাবলম্বীদের এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে।
ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত ভারতের প্রতিরক্ষা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করা হয়েছে। তাদের অবিলম্বে পাকিস্তান ত্যাগ করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদেরও দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০-এ নামিয়ে আনতে বলেছে পাকিস্তান। ৩০ এপ্রিলের মধ্যে তা করতে বলা হয়েছে।
ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহন সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় বিদেশি পর্যটকসহ ২৬ জন নিহত হওয়ার জেরে বুধবার সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছিল ভারত।
সূত্র: এই সময়