এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরি করে মাঠে নামে বাংলাদেশ, যা এএফসি’র কম্পিটিশন ম্যানুয়েল ২.২ ধারা ভঙ্গের শামিল। যে কারণে বাফুফেকে ১২৫০ ডলার জরিমানা করেছে এএফসি ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রায় যা দেড় লাখ টাকা। জরিমানার এই টাকা পরিশোধ করার জন্য বাফুফেকে এক মাস সময় দিয়েছে এএফসি।
আরও পড়ুন: মার্চে ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপের শক্তিশালী দুই দল
এর আগেও এমন কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ। গত ১০ জুন সিঙ্গাপুর ম্যাচেও একই ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জন্যও বাফুফেকে দেড় হাজার ডলার জরিমানা করা হয়েছিল। মাঝে অবশ্য হংকং ম্যাচে এমন ঘটনা না ঘটলেও ভারতের বিপক্ষে ম্যাচে এমন কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ।
এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল ভারত ও বাংলাদেশের। তবে বাংলাদেশ-ভারত ম্যাচটা স্রেফ নিয়মরক্ষার হলেও তা ছিল দুই দেশের মর্যাদা রক্ষার লড়াই। দীর্ঘ ২২ বছর ধরে ভারতকে হারাতে না পারার ক্ষুধা নিয়েই সেদিন মাঠে নামে বাংলাদেশ। তবে লিড পেতেও খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা।
আরও পড়ুন: জর্ডানকে হারিয়ে আরব কাপ জিতল মরক্কো
ম্যাচের ১১ মিনিট, রাকিব হোসেন বল পেয়ে এক দৌড়ে চলে গেলেন ভারতের বক্সের কাছে। তার সঙ্গে মোরসালিনও দিয়েছিলেন এক দৌড়, সুযোগ বুঝে দারুণ একটা পাস বাড়ান মোরসালিনকে উদ্দেশ্য করে; বল জালে জড়াতে কোনো ভুল করলেন না বাংলাদেশের এই তরুণ ফুটবলার। আর তাতেই উল্লাসে ফেটে পড়লেন গ্যালারিতে থাকা দর্শকরা। সেই লিড ধরে রেখেই শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
]]>
৪ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·