প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, কলকাতায় এক জলমগ্ন রাস্তায় পানি ঠেলে চলেছেন মানুষ, কেননা ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়েছে। শুক্রবার, ২৫ অক্টোবর।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই ‘মারাত্মক সাইক্লোনিক ঝড়ে’র ফলে গাছ উপড়ে গেছে, বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া দফতর বলেছে, ঘূর্ণিঝড় ‘দানা’ ভারতের অঙ্গরাজ্য ওড়িশায় মাঝরাতে আছড়ে পড়ে। সেই সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১০০-১১০ কিলোমিটার এবং দমকা বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত। ধারণা করা হচ্ছে, দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় ‘দানা’ দুর্বল হয়ে সাইক্লোনিক ঝড়ে পরিণত হবে। (রয়টার্স)