ভারতের উত্তরাঞ্চলে প্রয়াগরাজ শহরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ সহিংস আকার ধারণ করে। বিক্ষোভকারীদের দাবি, উত্তরপ্রদেশ প্রভিনিশিয়াল সিভিল সার্ভিসের প্রবেশিকা পরীক্ষা সাধারণ নিয়ম অনুযায়ী নিতে হবে। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর।
পুলিশ বিক্ষোভকারীদের সংযত করার চেষ্টা করলে তাদের ব্যারিকেডের উপর চড়তে ও দৌড়তে দেখা গেছে।
শিক্ষার্থীদের আরও দাবি, আগে যেমন একবারেই পরীক্ষা নেওয়া হত, সেটাই বহাল রাখতে হবে; আলাদা আলাদাভাবে একাধিক দফায় পরীক্ষা নেওয়া যাবে না।
শিক্ষার্থীদের দাবি, এই পরীক্ষাকে দুইভাগে ভাগ করা হলে পাঠ্যক্রম পড়ে শেষ করা অসম্ভব বা পরীক্ষাটি আরও কঠিন হয়ে পড়বে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে তারা অন্যায্য বলে অভিহিত করেছে। (রয়টার্স)