পিটিআইয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ দুই থেকে তিনটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এর কারণে তাঁবুতে বড় ধরনের আগুন লেগে যায়।
এডিজি ভানু ভাস্কর জানিয়েছেন, কিছু তাঁবুতে আগুন লেগেছিল। সেগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যেখানে যেখানে ধোঁয়া রয়েছে, তা নেভানোর চেষ্টা করা হচ্ছে। আগুন নেভানোর সব রকম উপকরণের ব্যবস্থা থাকায় মানুষজন সুরক্ষিত আছেন। ২-৩টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে খবর পাওয়া গেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এ ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়ায় পূণ্য়ার্থীদের মাঝে। তবে এক সাধু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জানা যায়, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সাধুদের একের পর এক তাঁবু ছিল। সেগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। তবে কাছেই দমকলের গাড়ি ছিল। দ্রুত আগুনে নেভানো পদক্ষেপ নেয় দমকলবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দফতর।
আরও পড়ুন: বাবার পছন্দে রাজি না হওয়ায় বিয়ের আগেই মেয়েকে গুলি করে হত্যা
আখারা পুলিশ স্টেশন ইনচার্জ ভাস্কর মিশ্র জানিয়েছেন, মহাকুম্ভ মেলায় সেক্টর ১৯-এ দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ দফায় দফায় খোঁজ নিচ্ছেন এই আগুন সম্পর্কে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। মুখ্য়মন্ত্রীর নির্দেশে পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
মহাকুম্ভ ২০২৫-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের ঘটনা। মহাকুম্ভে আগুনের ঘটনায় সকলেই অত্যন্ত বেদনাহত। প্রশাসন সবরকম চেষ্টা করছে। আমরা সবার সুরক্ষার জন্য় প্রার্থনা করছি।’
প্রসঙ্গত গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
]]>